30 C
Dhaka
Friday, October 17, 2025

পিকআপে আসছে নেতাকর্মীরা, শাহবাগে গাড়ির জটলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে র‍্যালিতে যোগ দিতে রাজধানীর সড়কে পিকআপে ঢল নেমেছে নেতাকর্মীদের৷ ফলে রাজধানীর শাহবাগে দেখা দিয়েছে গণপরিবহনের জটলা।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর শাহবাগে পিকআপে করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের ঢল নামার চিত্র দেখা গেছে। একই সঙ্গে গণপরিবহনের জটলার চিত্রও দেখা গেছে এই স্থানটিতে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটরের দিক থেকে ছোট ছোট পিকআপে করে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উদ্দেশ্য যাত্রা করছেন। এসময় বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে আবার কোনো কোনো পিকআপে সাউন্ড বক্সে গান বাজাতেও দেখা গেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে র‍্যালি করবে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে।

নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও বলা, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ সমন্বয়ক আহত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, র‍্যালিতে শুধু বিএনপির নেতাকর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ