30 C
Dhaka
Friday, October 17, 2025

ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ককে শোকজ

এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের পরিপন্থী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজ জারি করা হলো।

আরও পড়ুনঃ  অসুস্থ স্বামীকে নিয়ে মিথ্যা সংবাদ, কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বললেন তনি

জানা গেছে, রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন মেহেদী হাসান বাবু। কেন্দ্রীয় সহ-সমন্বয়কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ