24 C
Dhaka
Thursday, February 20, 2025

শীতলক্ষ্যা নদী থেকে গলায় কলস বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলায় কলস বাঁধা অবস্থায় ওমর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার সকালে নিখোঁজ হয় ওই বৃদ্ধ। নিহত ওমর আলী একই পৌরসভার গন্ধর্বপুর গ্রামের ফয়জুদ্দিনের ছেলে।

ইছাপুর নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আমিরুল সিকদার জানান, শনিবার রাতে স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

তারা ঘটনাস্থলে গিয়ে ওমর আলীর মরদেহ উদ্ধার করেন। তার গলায় একটি পানি রাখার কলসি বাঁধা অবস্থায় ছিল।

আরও পড়ুনঃ  নবম শ্রেণির বইয়ে অন্তর্বাসের ওয়েবসাইট!

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর মরদেহ গুমের জন্য এটির সাথে কলস বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়েছে।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ওই বৃদ্ধের পরিবারে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ