28 C
Dhaka
Wednesday, August 13, 2025

‘জামায়াত ক্ষমতায় গেলে সবাই নিরাপদে থাকবে’

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে। সবাই নিরাপদ থাকোবে। এ দেশে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অতীতের সকল বিবাদ ভুলে যেতে হবে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী দিনের রাজনীতি হবে কল্যাণ এবং সেবার রাজনীতি। যারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন তারাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব?

তিনি আরও বলেন, জামায়াত টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। আওয়ামী লীগের ইতিহাস গডফাদার সৃষ্টির ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস। কেয়ামত পর্যন্ত হাসিনার জালিম সরকারের জুলুম নির্যাতনের কথা মনে রাখবে মানুষ।

যে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার গণহত্যার বিচার করা হবে। মানুষের মন জয় করে জামায়াত এ দেশে ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ।

ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আহছান উল্লার সভাপতিত্বে ও নেয়ামত উল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আলা উদ্দিন।

আরও পড়ুনঃ  সেই ছাত্রদল নেতার সব পদ কেড়ে নেওয়া হলো

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পেশাজীবী পরিষদের সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ