29 C
Dhaka
Wednesday, February 19, 2025

স্টারমা*রের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে যুক্ত*রাজ্য আ. লীগ: দ্য টেলিগ্রাফ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।

সম্প্রতি লন্ডনে ‘বিনা মূল্যে ফ্ল্যাট’ ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক রীতিমতো চাপের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে নিয়ে এলো এমন চাঞ্চল্যকর খবর।

প্রতিবেদনে বলা হয়, স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেটে ছিলেন তখন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরা তার জন্য ‘তহবিল সংগ্রহের’ জন্য নৈশভোজের আয়োজনও করেছিলেন। এই কাজে ওতপ্রোতভাবে জড়িত আ. লীগ।

আরও পড়ুনঃ  মেয়ের কাণ্ডে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু, অপরাধবোধ থেকে নিজেকে শেষ করে তিশা

দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা। ধারণা করা হচ্ছে, দলের বৈশ্বিক একটি অবস্থান নিশ্চিতে শেখ হাসিনার ইশারাতেই এসবে যুক্ত ছিল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনও সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছে। ২০১৯ সালে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মী আবদুল আহাদ চৌধুরী স্টারমারের পক্ষে তার হলবর্ন এবং সেন্ট পানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের পক্ষে লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে ও সেইসঙ্গে প্লাকার্ড নিয়ে স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারা ধারাবাহিকভাবে টিউলিপের পক্ষেও প্রচারণা চালিয়েছে। দলের সিনিয়র কর্মকর্তা শাহ শামীম আহমেদ এবং সৈয়দ শাজিদুর রহমান ফারুক একই সময় টিউলিপের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে জানানো হয়।

২০১৯ সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আবুদল শদীহ শেখের একটি ছবি দেখা যায়। আবদুল শহীদ শেখ নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি লেবার প্রার্থী স্যাম টেরির জন্য প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। আওয়ামী লীগের এই কর্মী আঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেছেন। তিনি এখন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  যেভাবে দেয়াল টপকে পালালেন হারুন

এ ছাড়া স্টারমার আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন। এর মধ্যে ২০১৬ সালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত বছরের জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করেন আবদুল আহাদ। সেখানে স্টারমারের সঙ্গে তাকে করমর্দন করতে দেখা যায়। তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ