31 C
Dhaka
Saturday, October 18, 2025

৯০ ফিলিস্তিনি নারী-শিশুকে মুক্তি দিলো ইস*রাইল

কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। মুক্তিপ্রাপ্ত সবাই নারী ও শিশু। সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে প্রথমে তিন নারী বন্দিকে মুক্তি দেয় হামাস। এরপর কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরাযইলি বন্দিকে তুলে দেয়। পলে তাদেরকে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরাযইলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে।

আরও পড়ুনঃ  সাহারা মরুভূমিতে বন্যা, সামনে এলো অবাক করা দৃশ্য

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা। জারার এর আগে ইসরাইলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে “উস্কানি”সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরাইলি কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন তিনি।

আল জাজিরার নিদা ইব্রাহিমের মতে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুও রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইসরাইলি সৈন্যদের দিকে ঢিল ছোঁড়ার জন্য অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুনঃ  আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বললেন আপিল বিভাগ

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন।

তবে গাজায় ইসরাযইলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ