খুলনা মহানগরীর তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে অর্নব সরকার নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত অর্নব ইসলাম কমিশনারের মোড় এলাকার নীতিশ সরকারের ছেলে।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
অর্নব ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে তাঁকে গুলি করে।
তিনি আরও জানান, পরে অর্নব সরকারকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত।