32 C
Dhaka
Saturday, April 26, 2025

আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। তার সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বুধবার (৫ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান আহমেদ সিদ্দিকি। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠি তার হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ  জানা গেল কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা

গত এক যুগে পাকিস্তানি কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেনি। সবশেষ ২০১২ সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পক্ষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দু’দেশের পররাষ্ট্রসচিবদের সবশেষ বৈঠক ২০১০ সালে এবং যৌথ অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালে।

এদিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালী ও পর্যালোচনা করতে ঢাকায় সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘মুই বিচার চাই না, সরকার যেন খালি মোর পোলার লাশের খোঁজডা দেয়’

বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যের জন্য বাণিজ্য প্রতিনিধিদলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়া হয় বৈঠকগুলোকে। এছাড়া পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতাও আলোচনা করা হয়।

সার্ক, ডি-৮ ওআইসি’র মত যেসব আঞ্চলিক সহযোগিতা সংস্থায় বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই রয়েছে সেসব প্লাটফর্মের বদৌলতে দু’দেশের আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করা হয়।

এ সময় অতিরিক্ত সচিবের (এশিয়া প্যাসিফিক) সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ