26 C
Dhaka
Friday, October 17, 2025

আমরা ভুল করেছি, এবং এখন দেশের অবস্থা নিয়ে যে চঞ্চল্যকর তথ্য দিলেন পাভেল

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম।

এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জনপ্রিয় অভিনেতা জানিয়েছেন সাইদুর রহমান পাভেল।
প্রায় ১৩ মিনিটের লাইভটিতে পাভেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, ধর্ষকদের ফাঁসি দিন। ধর্ষকদের মেরে ফেলুন।

এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি।

পাভেল বলেন, ‘যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারন ছাত্ররা যারা এতকিছু করলো, এই নমুনা দেশের? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদের সম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক। এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক সবার সামনে। এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে।

আরও পড়ুনঃ  বাবাকে হত্যা করে থানায় এসে মেয়ের স্বীকারোক্তি

গণঅভ্যুত্থানে সমর্থন দেয়াটা ভুল ছিলো উল্লেখ করে পাভেল বলেন, ‘স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করসি। এখন তো মনে হচ্ছে ভুল করসি ভাই।

ভুল করসে সবাই।’
ধর্ষণকারীদের মেরে ফেলার দাবি জানিয়ে পাভেল বলেন, ‘আপনারা ধর্ষকদের মেরে ফেলেন। সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক, কাজটা করসে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে। মা-বাবা ভাই-বোন যদি থাকে, আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।’

আরও পড়ুনঃ  বিএনপি শাহবাগে আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস আলম

লাইভের শেষ দিকে পাভেল বলেন, ‘সবার ঘরেই মা-বোন আছে। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে। তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণের বিচার ফাঁসি। এদের মেরে ফেলেন। এদেরকে মেরে ফেলেন, এটুকুই বলবো। ’

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে পাভেল জানান, যদি তারা এখন আওয়াজ না তোলে, আবারও মাঠে না নামে, তাহলে ধরে নেওয়া হবে যে নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন তারা। এরপর নিজের মায়ের জন্য দোয়া চেয়ে লাইভ শেষ করেন পাভেল। অভিনেতার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অপারেশন হওয়ার কথা লাইভে জানিয়েছেন পাভেল।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ