30 C
Dhaka
Friday, October 17, 2025

যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিধিনিষেধ ফলে ভারতীয় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আমেরিকান ইমিগ্রেশন লইয়ারর্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসেছে। যার মধ্যে ৫০ শতাংশই ভারতীয়। খবর এনডিটিভি

ভিসা বাতিল হওয়া ৩২৭ জন শিক্ষার্থীদের মধ্যে চীনের প্রায় ১৪ শতাংশ। এছাড়া এ তালিকায় আরও রয়েছে- দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশও।

গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজ করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ (আইস)। অভিযোগ উঠেছে ভিসা বাতিলে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। ফলে যেসব শিক্ষার্থীদের কোনো অপরাধ নেই তাদেরও ভিসা বাতিল হচ্ছে। এছাড়া ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বিক্ষোভ হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ: ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত, কী বলছেন স্থানীয়রা

গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তারা ‘ধরা এবং বাতিল’ নীতি অবলম্বন করছেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগামাধ্যম পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে তারা ইহুদিবিদ্বেষী কোনো কিছু করছেন কি-না অথবা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন জানাচ্ছেন কি না।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) পরিচালিত দ্য ইস্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) পোর্টালটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পর্যবেক্ষণ এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিজিটর ভিসা দিয়ে থাকে। আইসিই জানিয়েছে, ৪ হাজার ৭৩৬ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর এসইভিআইএস সুবিধা বাতিল করা হয়েছে। যাদের অধিকাংশ এফ-১ ভিসাধারী ছিল।

আরও পড়ুনঃ  তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার: ডার্পার সফল পরীক্ষায় অবাক বিশ্ব!

ভিসা বাতিলের দিকে এগিয়ে আছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ