26.5 C
Dhaka
Wednesday, August 27, 2025

গাড়িতে বসা এই ৪ নারী কি আসলেই মুক্তিযোদ্ধা, জানুন সত্যতা

“চার বাংলাদেশী নারী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তাদের তোলা ছবিটি পুননির্মাণ করেছেন” শীর্ষক শিরোনামে সম্প্রতি দুটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, বন্দুক ও গাড়ির স্টিয়ারিং হুইল ধরে একটি গাড়িতে বসে থাকা চার নারীর দুটি ছবির একটি কোলাজ ছবি। ছবিতে সেই চার নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, গাড়ীতে বসা চার নারীর ভাইরাল কোলাজ ছবিতে থাকা নারীরা মুক্তিযোদ্ধা নন এবং কোলাজ ছবিতে থাকা সাদাকালো ছবিটি ১৯৭১ এবং রঙিন ছবিটিও ২০২১ সালে তোলা নয় বরং সাদাকালো ছবিটি ১৯৬১ এবং ওই ছবির অনুরূপভাবে রঙিন ছবিটি ২০১৭ সালে তোলা।

আরও পড়ুনঃ  বৃহস্পতিবার সাধারণ ছুটি: বেসরকারি চাকরিজীবীরাও কি আওতায় আছেন?

মূলত, ষাটের দশকে একটি পরিবারের চার নারীর গাড়ীতে বসে তোলা একটি ছবি এবং ২০১৭ সালে ঐ ছবির অনুরূপভাবে তোলা ছবি কোলাজ করে ঐ চার নারীকে মুক্তিযোদ্ধা দাবি করে ছবি দুটি তোলার সময়কাল ১৯৭১ এবং ২০২১ বলে দাবি করে প্রচার করা হয়। তবে ঐ ছবিতে থাকা নারীদের পরিবার তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। এখানে, সাদকালো ছবিটি ১৯৬১ সালের এবং ছবিটি তোলেন আমিন উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তির পিতা।

আরও পড়ুনঃ  মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাবেন প্রধানমন্ত্রী

ফেসবুক সূত্রে ওই চার নারীর স্বজনদের খুঁজে বের করে জানা যায়, সাদাকালো ছবিতে গাড়ির স্টিয়ারিংয়ে বসা আয়েশা রহমান, তিনি মানিকগঞ্জের জাহাজ ব্যবসায়ী শামসুদ্দীন আহমেদের মেয়ে। সামনে তার পাশেই বসা শামসুদ্দীন আহমেদের ছেলের বউ রোকেয়া আহমেদ। আর পেছনে অন্য দুজন হলেন শাহানারা আহেমদ ও রাশিদা আহমেদ, তারাও ছেলের বউ।

বিষয়টি নিয়ে ২০২১ সালের ৩১ মার্চ প্রথম আলোতে “ভাইরাল দুই ছবি, নেপথ্যে ভিন্ন গল্প” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আমিন উদ্দিন আহমেদ এর বক্তব্য পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মা-চাচিদের ছবি ফেসবুকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তা নিয়ে বিব্রত ব্যবসায়ী আমিন উদ্দিন বলেন, “কোনোভাবেই এটি মুক্তিযুদ্ধের ছবি নয়। পারিবারিক একটি ছবি। প্রথম ছবির মতো করে দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে বন্দুক নিয়ে ঝামেলায় পড়তে হয়। আমার লাইসেন্স করা বন্দুক একজনের হাতে দিই। আর একজনের হাতে একটি স্টিক ধরিয়ে দিই।”

আরও পড়ুনঃ  নতুন মাহ*ফিলের স্থান জানালেন মিজানুর রহমান আজহারী

এর আগে ২০২৩ সালে একই ছবি ভাইরাল হলে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ